আমার দেশ এমন একটা স্থান যেখানে মানুষ মরবে খাবারের জন্য কিন্তু ঠিকই অন্য স্থানে ২০০ কোটি টাকা দিয়ে কলেজ তৈরি হবে।
যেখানে মানুষ কষ্ট করবে বেশি কিন্তু টাকা পাবে কম।যেখানে মানুষ নিজের থেকে টাকার মূল্য বেশি মনে করে।
আমাদের দেশের মানুষ নিজের বনকে পরী ভাবে আর অন্যের বন হয় বারোভাতারী বা মাগী😞।নিজের বনকে কেউ খারাপ কথা বললে তারে মারে আর নিজে অন্যর বন এর সাথে খারাপ ব্যবহার করলে বুক ফুলিয়ে মাইর খায়।
বাংলাদেশ এর সরকার যাদের মধ্যে রয়েছে হাজারও চোর যাদের কারনেই বাংলাদেশ আর উন্নত হতে পারে নাহ। যেই দেশে রডের পরিবর্তনে বাঁশ ব্যবহার করা হয় সেই দেশ কেমন হয় বুঝতেই পারছেন।
আমাদের দেশ যেখানে ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর দেশ বিজয় হয় তখন থেকে আরেকটা কালো ছায়া আমাদের দেশে আসে সেটা অন্যদেশের লোক নয় বাংলাদেশেরই নেতারা।
আমি হাতে কলমে লেখে দিতে পারি আমাদের দেশের এমন কোনো মন্তী নেই যে খারাপ কাজ করে নাহ।তাদের ব্যাংক চ্যাক করলে হাজার হাজার কোটি টাকা আছে হয়তো টাকা টা অন্য ভাবে রাখা যাতে কেউ না বুঝতে পারে।
মনে করেন একটা রাস্তা কিংবা কলেজ তৈরি করলে ৭৮ কোটি টাকা দিলো সরকার এখন সরকার টাকা টা আনবে হলো বাংলাদেশ ব্যাংক থেকে এখন এই টাকা টা দিবে সেই এলাকার মন্তীকে তখন মন্তী এর ৭৮ কোটি টাকার মধ্যে ৫০ কোটি টাকা দিবে সেই এলাকার চ্যায়ারম্যান এর কাছে তখন সেই চ্যায়ার ম্যান খরচ করবে ২০ কোটি আর ৩০ কোটি পকেট।
এখন হিসাব করলে দেখেন ৭৮ কোটি থেকে মাএ খরচ হলো ৩০ কোটি এই টাকা দিয়া কী করবে আর তাই তো বাঁশ দিয়ে সরকারি স্কুল এবং রাস্তা তৈরি হয়।
আর কিছু বলার নাই বাংলাদেশ সরকার এবং আমাদের সাধারণ জনগনকে।
জয় বাংলা বলতো ভালো লাগে কিন্তু ভাবতে গেলে আর ভালো লাগে নাহ তাই আমরা সব দেখেও না দেখার ভাব করে চুপ চাপ বসে থাকি এবং নিজের দেশকে ভালোবাসী