দয়াময় প্রতিপালক তাঁর বান্দাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন সফলতা চান। তবে এতে অন্যতম বাধা বা প্রতিবন্ধক হচ্ছে অভিশপ্ত শয়তানের আনুগত্য, বিতারিত শয়তানের অনুসরণ করা। তাই রাহমানুর রাহীম আল্লাহ তায়ালা এ ব্যাপারে তার বান্দাদেরকে অতি আদরণীয় ভাষায় মহাগ্রন্থ কুরআনুল কারীমে একাধিক জায়গায় সতর্ক করেছেন।
উদাহরনতঃ ইরশাদ হচ্ছে-
“হে মু’মিন! তোমরা শয়তানের পদাংক অনুসরণ করো না। যে কেউ শয়তানের পদাংক অনুসরণ করবে তখন তো শয়তান অশ্লীলতা ও মন্দ কাজেরই নির্দেশ দেবে।”
—নূরঃ ২১